নিম্নচাপ

 বৃষ্টি ভিজতে ভিজতে সর্দি করেছে মাটির

নাকের জলে পিছলা হয়েছে সব

প্রাণীরা সব পিছলে গেলে বৃক্ষ ধরে বাঁচে।

***

বৃষ্টি হলে মন খারাপ করে

দূর যে দেশে গান শোনে না কেউ,

সে দেশ থেকে গান আসে কানে

***

সে এসে আমার খোলা দরজায় কড়া নাড়ল

সাড়া দিতে জানালো আজ রাত থাকবে

খিচুড়ি বসিয়েই ছিলাম সবে

আর দু মুঠো চাল এক মুঠো খেসারি ছেড়ে দিলাম...


দেখি গান থেমে গেছে, চলে গেছে মন খারাপ

তার আশায় বৃষ্টির দিনই মাটি


বৃষ্টি ভিজতে ভিজতে জ্বর করেছে মাটির

প্যারাসিটামল কোথাও পাওয়া যাচ্ছে না।

নবীনতর পূর্বতন