যে বানর আমাকে ছুঁতে পারেনি
কজন শিকারি এসে তাকে
খুন করে নিয়ে গেছে।
যে মাছরাঙা আমাকে স্পর্শ করতে পারেনি
শুনেছি সে স্পর্শ করেছে এক অতিকায় নীল তিমি!
যে নারী আমাকে স্পর্শ করতে পারেনি,
সে এখন স্বামী-সন্তান নিয়ে
শিলছড়ায় চড়ুইভাতি করছে।
কবিতা, মন, স্বপ্ন, রক্ত, মাংস, আগুন নিয়ে আমি
সব কিছু ছুঁয়ে ফেলতে চাইছি
আমাকে দেখে "অস্পৃশ্য! অস্পৃশ্য! অস্পৃশ্য!"
চিৎকার করে তারা
দেও ফেনী মনুতে ঝাঁপিয়ে পড়ছে।