পাপমোচন

 তিনটে ঘর কুনো মাছি, তেইশটা ড্রসোফিলা আর

বারোটা পিঁপড়ে নিয়ে ফুটপাতে চা খাচ্ছি ।

একবার তৃপ্তি করে চা খেলে তেত্রিশটা পাপ মোচন হয়।

হিসেবের খাতায় আঠাশটা পাপ জমে আছে

কাল, কাল করে মাস ছয়েক ধরে একটাও পাপ কমাতে পারিনি।

আজ মন ঠিক করে চা খেতে এসেছি,

একবার তৃপ্তি করে খেলে সব পাপ কেটে আরো পাঁচটা ইয়ে জমাও থাকবে।

চায়ে চুমুক দিতে দিতে একসময় ভুলে গেলাম চা খাচ্ছিলাম, নাকি নর্দমা।

জাকির হুসেন কুমড়ো বিক্রি হঠাৎ থামিয়ে বললেন, "বাহ্ তাজ!"

পিঁপড়ে, মাছি ও ড্রসোফিলা হাত তালি দিতে থাকলো...

আকাশ বাণী হল,

"হে মানব সন্তান, তুমি তেত্রিশটি পাপনাশি অর্জন করেছো,

আঠাশটি পাপ বাদ দিয়ে পাঁচটি পাপনাশি জমা রইল।"

ঘর কুনো মাছি ও ড্রসোফিলাগুলোকে বধ করে

চাওয়ালাকে বললাম, "দাদা, আরেক কাপ চা দেও।"

নবীনতর পূর্বতন