গু-গন্ধি ফুল নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে শরৎ
আর কোথাও যাবার নেই তার, কথাও বলার নেই।
তুমি চলে এলে কেন?
পেত্নির ছ্যাবসেচ দিয়ে ফসল করেছিলাম
তুমি কেন এলে অপদার্থ?
ধর্মভীরু সূর্যটার কাছে যাও।
আমি আর মশা নই, মাছি নই, পূর্ণাঙ্গ মানুষ
গু-এও বসিনা আর
তোমার ঠোঁটেও বসব না।